Header Ads Widget

জিদানকে পিএসজির কোচ হিসেবে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

 






ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান। 

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে প্যারিসে থেকে যাওয়ার অনুরোধ করেন। এমবাপ্পে প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদে যাননি।

এবার ফ্রান্সের লিগ ওয়ানের এক নম্বর দল পিএসজির কোচ হিসেবে জিনেদিন জিদানকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।

গুঞ্জন রয়েছে এই গ্রীষ্মে মরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। এরই মাঝে ম্যাক্রোঁর এই চাওয়া গুঞ্জন আরও উসকে দিয়েছে। 

বুধবার আরএমসি স্পোর্টসকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, জিদানের সঙ্গে আমার এ ব্যাপারে কোনো কথা হয়নি। তবে খেলোয়াড় ও কোচ হিসেবে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। রিয়াল মাদ্রিদকে তিনি চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ট্রফি এনে দিয়েছেন। পিএসজির জন্যও আমরা এমন সাফল্য চাই। আমি চাই, ফ্রান্সে ফিরে তিনি যেন ফুটবলের প্রসারে ভূমিকা রাখেন।

Post a Comment

0 Comments